জানিস দিয়া আমি উকে খুব ভালোবাসি ও হলো mr.A তোকে সম্পূর্ণ নামটা না হয় নাই বললাম
দিয়া বললো ওহ আচ্ছা তুই তুর প্রেমিকের নাম ও বলবি না আমায়
এটা আবার কেমন কথা রেঃ
দেখ দিয়া তোকে বলতে চাইছি
বলতে দে নাহলে বলবই না
দিয়া বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা নাম বলতে হবে না তুই শুধু তোর গল্পটাই বল

আমি বলতে শুরু করলাম জানিস ও যতই ভুল করুক তবুও আমার ওকে সবসময় মাফ করতে ইচ্ছে করে যদিও তেমন কোনো ভূল করেনা শুধু একবার খুব বড় একটা ভুল করেছিল ওর অতীতের একটা কথা আমার থেকে লুকিয়ে তারপর আমার খুব কষ্ট হয়েছিল তাও আমি ওকে ছেড়ে থাকতে পারিনি কিছু দিন ওর ফোন নাম্বার ও হোয়াটস অ্যাপ ব্লক করে রেখেছিলাম কিন্তু ব্লক করেও বেশি দিন থাকতে পারিনি
রোজ কাদতাম ওর কথা ভেবে ভেবে আমার কিছুই ভালো লাগতো না ওর ভূল কে সহজেই ভুলে গেলাম তাই নিজেই ব্লক খুলে কথা বললাম নিজের
Feelings জানালাম ও সেও আমার কাছে এসে সরি বললো তারপর আবার আগের মত চলতে থাকলো জানিস ও আমায় খুব ভালোবাসে আমাকে ওর নিজের থেকেও বেশি ভালোবাসে আমার care করে যত্ন নেয় আমার আমি কোথাও গেলে সময় মতো খেয়েছি কি না ওখানে সব কিছু ঠিক আছে কিনা সব কিছু তারপর জানিস আমরা এক জায়গাতে যাওয়ার
কথাও ভেবেছিলাম
তারপর কাজ থাকায় আর যাওয়া হয়নি আর এমনিতে যে অনেক দিন পর পর দেখা হয় ছোটো ছোটো সেই মুহুর্ত গুলি বার বার মনে হয় ও ভালো লাগে ইচ্ছে করে আবারও সেই ছোট্ট মুহূর্ত গুলি এক সাথে কাটাতে
খুব মিস করি আমি সেই মুহুর্ত ও আমার সেই মানুষটাকে।।

সবটা শুনে দিয়া বললো সত্যিই তোদের ভালোবাসা শুনলে সবাই অবাক হয়ে যাবে কারন আজকাল এরকম ভালোবাসার কথা কম সোনা যায়
খুব ভালো লাগলো
তোদের কথা শুনে
এভাবেই থাকিস তোরা আর একদিন হলেও আমার সাথে দেখা করাস কিন্তু আমার দাদাভাই কে দেখতে হবে একদিন
আমি বললাম ঠিক আছে রে দেখবি তো এত ভালো মানুষটাকে তোর সাথে দেখা আমি নিশ্চই করবো সময় আসুক দেখতে পাবি
আমার হবো বর কে তারপর দিয়া বললো আচ্ছা রে আজ আমি আসি নাহলে লেট হয়ে যাবে আমি বললাম ঠিক আছে আয় সাবধানে যাবি কিন্তু আর বাড়ি গিয়ে একটা ফোন করিস
আর একদিন আসিস
দিয়া:ঠিক আছে চল টাটা।।

I was very pleased to uncover this site. I wanted to thank you for ones time for this particularly wonderful read!! I definitely liked every bit of it and I have you bookmarked to see new stuff on your blog.