পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়… আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায়। বড় বেশী ভালোবাসি তোমায়।
তুমি ফুল আমি কলি নাম্বার দাও কথা বলি তুমি চাঁদ আমি আলো তোমাকে আমার লাগে ভালো তুমি মেঘ আমি বৃষ্টি তোমার জন্য আমার সৃষ্টি আমি গোলাপ তুমি জবা তুমি কি আমার হবা যদি হতে চাও তাহলে দুটি হাত বাড়াও
যদি ভালো লাগে একটি কবিতা লিখো। যদি কষ্ট হয় একটা ছবি একো। যদি খারাপ লাগে স্বপ্ন দেখো। যদি মনে পড়ে তবে Please একটা SMS দিও।
তাকেই ভালোবাসে যে তোমাকে কষ্ট দেয় তাকে কষ্ট দিও না যে তোমায় ভালোবাসে। হয়ত পৃথিবীর কাছে তুমি কিছুই না কিন্তু কারো কারো কাছে তুমিই তার পৃথিবী।
সুখের এই দুনিয়াতে পেলাম না সুখের দেখা সুখের খোঁজে আজ আমি হয়ে গেছি একা সুখ পাখি উড়ে গেছে জানিনা কোথায় আছে সব আজ হারিয়েছি কেউ নেই আমার পাশে
যখন আমি চাই তোমাকে কাছে পেতে তখনি তুমি চাও আমার থেকে দূরে যেতে তুমি আমাকে আর কোনোদিনও বুঝলে না হারিয়ে আমাকে আজও আর খুঁজলে না
জীবনে ছিলো আমাদের কতো সতো আসা সারা জীবন বাসবো ভালো, বাঁধবো ছোটো বাসা বাসা আজ ভেঙে গেছে, নেই কোনো আসা পরে আছে তোমার শুধু মিথ্যে ভালোবাসা
তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি, তা বোঝানোর কোন উপায় নেই।
বসে আছি আমি একা, ভাবছি তোমায় নিয়ে। ভাবতে ভাবতে হঠাৎ চোখে এল জল। তুমি জানো আমার এই চোখের জল আনন্দের নয়, অনেক কষ্টের। আর এই কষ্টের কারন হলে তুমি. কেনো দিলে আমাকে এতো কষ্ট? আমি তো তোমাকে দেই নি,তবে তুমি যেন ভাল থাকো অনেক সুখে থাকো।
বেসে ছিলাম কতো ভালো, করলে অভিনয় ভেঙে দিলে ভালোবাসা , জীবন দিলে দুঃক্ষময় বলার আছে অনেক কিছু , দেখার অপেক্ষায় এই দিন তাই শেষ নয়, একদিন আসবে আমারও সময় |
আসায় আসায় বসে ছিলো আমার এই মন ভেবে ছিলাম তাকে, কতো যে আপন আপন আজ পর হয়েছে পাই না তার দেখা সব কিছু হারিয়ে এই মন আজ একা |
বেদনার পাখি একা একা বসে আছে, নীরবে নীরবে শুধু তোমার কথা ভাবে, কেন তুমি আমাকে একা রেখে চলে গেলে, সবটা কি আমার ভুল ছিল, তোমার কি কোন ভুল ছিল না?
মাঝ পথে ফেলে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলি কেনো তুই এতো নিষ্ঠুর এতো পাষান হলি কনো তুই এমন করলি মাঝ পথে ফেলে দিয়ে আমাকে ছেড়ে চলে গেলি |
খাঁচার বন্দি পাখি খাচাতে রয় না মনের এতো জ্বালা, মন আর শয় না পাখির জ্বালা কেনো আর কম হয় না খাঁচার বন্দি পাখি খাচাতে রয় না |
এক বুক আশা নিয়ে স্নেহ ভালোবাসা দিয়ে তোমাকে করেছি আপন নেই তোমার দেখা সবই লাগে ফাঁকা খোঁজে তোমাকে দু নয়ন |
আমি স্বপ্ন দেখে যায় তুমি স্বপ্ন ভেঙ্গে দাও ভাঙ্গা গড়ার খেলায় তুমি কি সুখ খুঁজে পাও, তোমার কাছে এসেছিলাম অনেক আশা নিয়ে অবশেষে ফিরিয়ে দিলে হৃদয়হীনা হয়ে |
কার সুখে সুখী হয়ে আজীবন থাকবে চোখের জলে তুমি সারা জীবন ভাসবে নাই বা থাকলো স্মৃতি টুকু আমার শুনে লাভ কি এই বুকের হাহাকার|