bavul

কষ্টকর ভালোবাসা

4/5 - (2 votes)

কাউকে ভালবাসলে যে এত কষ্ট পেতে হয় তা প্রথমে জানতাম না জানলাম যখন আমার বেস্ট ফ্রেন্ড কে

ভালোবাসলাম সে আর আমি দুজনই ক্লাস 1থেকে 10 পর্যন্ত একই স্কুলে পড়েছি আমরা মাধ্যমিক পাস করার পরই দুজন আলাদা স্কুলে এডমিশান হলাম তাও খুব দূর কারুরই দেখা হতো না আমাদের কোনো ফোন ছিল না বলে যোগা যোগ ও করতে পারিনি

এমনি করে কলেজ এর 2সেমেস্টার ও কেটে গেলো

2019 এর 27 এ octber মাসে দূর্গা পূজার দিন আমাদের আবার দেখা হয় হঠাৎ তাকে দেখে

খুবই আনন্দ হলাম অনেক দিন পর যে দেখলাম তাই

আমার সাথে আমার পরিবারের লোকজন ছিল তারপর আমরা সেলফি তুলি ও একে অপরকে সেন্ড করি ছবি সেন্ড করতে গিয়ে দেখি আমার ফোনে এ তার নাম্বার টা আগে থেকেই সেভ আছে আসলে এর আগেও মাঝে দেখা হয়েছিল আমাদের তখন থেকেই নাম্বার টা আছে আমি অবশ্য তাকে এসএমএস ও করেছিলাম কিন্তু সে আমার নাম্বার টা চিনতে না পারায় কোনো রিপ্লাই দেই নি আমি ভুলেই গিয়েছিলাম যাইহোক তারপর থেকেই তার সাথে আমার প্রত্যেকদিন এসএমএস এ কথা হয় এই কি করছিস?ভালো আছিস তো? বাড়ির সবাই কেমন আছেন?…..

এরই মধ্যে ও আমাকে প্রথম ফোন করেছিল 2019 এরই দীপাবলির দিন আমি তখন প্রদীপ জলাচ্ছিলাম হঠাৎ আমার ফোন এর স্ক্রীন এ তার নাম্বার টা দেখে

জানিনা কেনো এত্তো খুশি হলাম কি বলবো…..

কথা বললাম কিছু ক্ষন দীপাবলির শুভেচ্ছা জানিয়ে

ফোন টা রেখে দিলাম তারপর আস্তে আস্তে রাত 11 -12 পর্যন্ত ও কথা বলতাম আমরা জানিনা কি করে যে

সময় চলে যেত বুঝতেই পারতাম না

কারন উর সাথে কথা বলে আমার খুবই ভালো লাগতো আমি আমার কলেজ এর সাথে ভাড়া থাকতাম আর ও থাকত ওর এক আত্মীয় এর বাড়িতে এমন করে আমাদের

3rd সেমিস্টার ও শেষ হলো শেষ হতেই হঠাৎ এসে পড়ে

করোনা এর প্রকোপ তখন থেকেই আমি বাড়িতে চলে যায়

আমাদের কলেজ ও বন্ধ করে দেওয়া হয়

আর বাড়িতে এসেই আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে

কথা বলা আরও বাড়তে থাকে

বেড়ে যে হঠাৎ কি কখন হলো বুঝতেই পারলাম না

আমরা রাতে কথা বলছিলাম এমনিতে ও বলছিলো কয়দিন থেকে ওর নাকি ঘুম হয়না ঠিক ভাবে ভালো লাগে না কিচ্ছু কিন্তু এই ভালো না লাগার পিছনে যে এত বড় কিছু আছে আমি সত্যিই বুঝতে পারিনি হঠাৎই কিছুক্ষন চুপ থেকে রাত হয়তো তখন 11 টা ও আমায় প্রপোজ করল কিছু না বলে হঠাৎ বললো I love you

তখন আমিও হঠাৎ চুপ হয়ে গেলাম বুঝতে পারছিলাম না ঠিক কি বলবো

হঠাৎ আমিও বললাম yes love you to

তারপর সবকিছুই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল

বুঝতে পেরেছিলাম সত্যিই আমিও উকে ভালোবাসি

তারপর থেকেই আমাদের লাভ স্টোরি শুরু হয়

প্রত্যেকদিন ফোন করা ,এসএমএস করা,লাভ ইউ বলা

সব কিছু মিলিয়ে যেনো একটা খুবই আনন্দভাবেসময় কাটে আমাদের

1 টা বছর খুব ভালো কেটে গেল হে অবশ্য এর মধ্যে ও আমাদের বাড়ি ও এসেছিল 2-3 বার

1 বছর পার হতেই উর অবহেলা শুরু হলো ফোন করেও তেমন কথা বলে না যেরকম প্রথমে বলতো সব sms ও ফোন কেও যেনো এড়িয়ে যায়

তারপর থেকেই আমার নিজেকে কেমন জানি একা মনে হয় বুঝতে পারি না আমি উকে ভালোবেসে ঠিক করলাম নাকি ঠিক

হে এখনও আমার সাথে আছে ও কিন্তু জানি না কোথাও যেনো কিছু কম আছে

তাই আজও কষ্টে আমার চোখে জল আসে

হে আমি উকে খুব ভালবাসি কিন্তু বুঝতে পারি না

মাঝে মাঝেই ও যেনো কিরকম বদলে যায়

বদলে যায় ওর তবও আমিউকে খুবইভালবাসি আরবিশ্বাস

রাখিও আমারভালোবাসার সঠিক মর্যাদা দেবে আরহয়তকোনওকাজের চাপেএমনমনে হচ্ছে আমারকিন্তু একদিন ওআমায় আরওখুব বেশি ভালোবাসবে ।।

sutapa haldar

4 thoughts on “কষ্টকর ভালোবাসা”

  1. This is the perfect blog for anyone who wishes to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You definitely put a brand new spin on a topic that has been discussed for many years. Excellent stuff, just great!

    Reply

Leave a Comment