bavul

প্রথম দেখাতেই ভালোবাসা~

5/5 - (1 vote)

প্রথম দেখেই কাউকে ভালোবাসা

খুব একটা কঠিন কাজ নয়

প্রথমত হঠাৎ তাকে দেখা

দেখে ভাল লেগে যাওয়া

আরেকদিন দেখার সুযোগ খোজা

তারপর আস্তে আস্তে তার সাথে কথা বলা শুরু করে তার ফোন নাম্বার নেওয়া ফোন করা তারপর তাকে প্রত্যেকদিন দেখা করার কথা বলা

আস্তে আস্তে তার সমস্ত পরিচয় জানা

 বন্ধুদের সাথে কিছু প্লেন বানানো

তারপর হঠাৎ একদিন তাকে প্রপোজ করা

হ্যাঁ তার আগে অবশ্য এটা সিওর হতে হবে

অপরদিকের মানুষটা তোমাকে ঠিকই পছন্দ করে কিনা

এটা জানা খুবই দরকার

এর মধ্যে যদি অপর দিকের মানুষটা পছন্দ করে থাকে তাহলে

তো কোনো কথাই নেই

অবশ্য এক্ষেত্রে ছেলেই হোক

বা মেয়ে হোক  না কেন আনসার টা কি

দেবে হঠাৎ খুঁজে পাওয়া যাবে না

আর যদি সারপ্রাইজ টা খুব বেশি এক্সাইটমেন্ট এর হয়

তাহলে তো আর অসুবিধাই নেই

দুজনেই দুজনকে পছন্দ করে হাতে হাত রেখে একসাথে চলতে শুরু করা

একজনের পছন্দ- অপছন্দ থেকে শুরু করে সব কিছুর খেয়াল রাখা

তারপর একজন এর প্রতি আরেকজন এর ভালোবাসা দিন দিন বেড়ে যাওয়া তরপর হঠাৎ একদিন দুজনের মধ্যে কেউ একজন কে ফ্রেন্ড এর সাথে

কথা বলতে দেখে জেলাস হওয়া

তারপর একজন আরেকজন কে বুঝানো

সবকিছু ভালোবাসার অংশ

এভাবেই এই ছোটো ছোটো ঝগড়া ও ভালোবাসায় দুজনের সম্পর্ক গুলো

আজীবন টিকিয়ে রাখা

সবসমই দুজনেরই পাশে দুজনই থাকা

এটাই ভালোবাসা।।

আসলে সবাই বলে সত্যি কারের ভালোবাসায় নাকি কারো সাথে কথা বললে একজনএর ও কোনো অসুবিধে

হয়না কিন্তু সত্যি তো এটাই যে

যারা সত্যিই ভালোবাসে তাদের ক্ষেত্রেই জেলাস টা খুব বেশি দেখা যায় নাহলে সবাই এমনি এমনি করেই ভালোবাসতে পারে না বা কাউকে ভালোবাসি বলতেও পারে না

ভালোবাসারও খুব সুন্দর একটা অনুভূতি আছে যেটা অন্য যেকোনো সম্পর্ক থেকে সম্পর্নই আলাদা এবংএই ভালোবাসা একটা অত্যন্ত শান্তিপুর্ণ সম্পর্কের বাঁধন।।

    কাউকে সম্মান ও মর্যাদা দিয়ে আগলে রাখতে সত্যি কারের ভালোবাসায় পারে।।

2 thoughts on “প্রথম দেখাতেই ভালোবাসা~”

  1. This is the perfect blog for anyone who wishes to find out about this topic. You understand so much its almost hard to argue with you (not that I actually would want toÖHaHa). You definitely put a brand new spin on a topic that has been discussed for many years. Excellent stuff, just great!

    Reply

Leave a Comment